ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

সিরাজগঞ্জ ও গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৬, ১৫ জুন ২০২৪

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গাড়ীতে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। কিছুটা থেমে থেমে গাড়ি চললেও নেই কোন রকম যানজট। তাই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন উত্তর-দক্ষিণ অঞ্চলের ২২ জেলার মানুষ।  

বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, পিকআপসহ যে যেভাবে পারছে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন। মহাসড়ক দুই লেন থেকে ৪-৬ লেনে উত্তীর্ণ হওয়ায় ঢাকাসহ আশপাশের জেলার কর্মস্থল থেকে অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন এ অঞ্চলের লাখ লাখ মানুষ। 

সিরাজগঞ্জের কড্ডারমোড় নেমেই তাই স্বস্তি প্রকাশ করলেন সব যাত্রীরা। কেউ কেউ আবার ভাড়া বেশি নেবার অভিযোগ করলেন। তারপরও সকলেই ভালভাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত।

এদিকে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। তবে মহাসড়ক অনেকটা ফাঁকা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা কেন্দ্রিক যানবাহনের কিছুটা জটলা রয়েছে। সকাল থেকেই বিভিন্ন শিল্পকারখানা ছুটি শুরু হয়েছে।

গন্তব্যে পৌঁছার জন্য ঢাকা মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে ঘরমুখো মানুষের। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে যার যার মতো যাচ্ছেন। 

মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি